সংবাদ শিরোনাম

recent

সমাজের পরিবর্তনের জন্য সাহসিকতার সহিত কাজ করতে হবে - অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি।


দোয়ারাবাজার সুনামগঞ্জ সংবাদদাতা 

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে  ষান্মাসিক রুকন সসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার  (৯আগস্ট ) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এ সমাবেশ  অনুষ্ঠিত হয় উপজেলা সদরে একটি কমিউনিটি সেন্টারে  ।


সসমাবেশে  সভাপতিত্ব করেন দোয়ারাবাজার  উপজেলা জামায়াতের আমীর ডা.হারুনুনুর রশিদ   এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন ।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগরী জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ছাতক- দোয়ারা আসনে জামায়াতের নমিনী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি।



তিনি বলেন, “জামায়াত একটি ঐতিহ্যবাহী সংগঠন, একটি মিশনারী আদর্শিক কাফেলা। আর রুকনরা হচ্ছেন   এই কাফেলার সর্বোচ্চ মানের কর্মী। আমাদের রুকনদের উচিত সত্য ও ন্যায়ের পথে অটল, অবিচল থেকে সমাজে পরিবর্তনের জন্য সাহসিকতার সঙ্গে কাজ করা। আল্লাহর ওপর ভরসা রেখে, আল্লাহর আইন ও সৎলোকের শাসন কায়েমসহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রুকনদের নেতৃত্ব দিতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে দারসুল হাদিস পেশ করেন  সুনামগঞ্জ জেলা শুরা ও  কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার।তিনি তার আলোচনায়  "কুরআন হাদিসের আলোকে সদস্যদের মান বজায় রেখে ময়দানে, কাজ করার আহবান জানান। 

সমাবেশে  ব্যক্তিগত রিপোর্ট বিশ্লেষণ, রুকনদের আদর্শিক মান, দায়িত্ব পালনের অগ্রগতি এবং বায়তুল মাল সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা করা হয়।

আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়বে আমীর মাস্টার কামাল উদ্দিন,  ডা.হারিছ মিয়া, মাওলানা সিদ্দিকুল ইসলাম, মো.দিলোয়ার হোসেন, মো.খলিলুর রহমান, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা সিরাজুল ইসলাম, অধ্যাপক জাহারুল ইসলাম, ডা.আব্দুল হান্নান প্রমুখ। 

সভাপতির বক্তব্যে উপজেলা আমীর ডা হারুনুর রশিদ বলেন জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী দল।সমাবেশে   অংশগ্রহণকারী রুকনরা দলীয় আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনের দিকনির্দেশনা অনুযায়ী ভবিষ্যতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহবান  ব্যক্ত করেন।

সমাজের পরিবর্তনের জন্য সাহসিকতার সহিত কাজ করতে হবে - অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি। Reviewed by প্রান্তিক জনপদ on 8/09/2025 07:14:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.